মোবাইল ফোনের জন্য কি এমন গ্লাস পট্যাকটর আছে? যে ফোনে ক্ষতিকর আলো থেকে চোখকে রক্ষা করতে পারি।
মোবাইল ফোনের ক্ষতিকর নিল আলো থেকে চোখকে বাচাতে বাড়তি কোনো গ্লাসের প্রয়োজন নেই। ফোনের Eye protection mode চালু করে দিন।
আর যদি আপনার ফোনে এই অপশন না থাকে তাহলে প্লেস্টোর থেকে Blue Light Filter - Night Mode, Night Shift - Apps on Google Play
এ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন।
আর যদি আপনি এর পরেও চোখ রক্ষায় গ্লাসের খোঁজ করেন তাহলে Anti-Glare Tempered গ্লাসটি নিতে পারেন।