চল একটা গল্প হয়ে যাক!
সম্ভবত ৩১ জুলাই, ২০১৩।
আমেরিকার "New York"-এ একজন ভদ্রলোক গুগলে সার্চ করলেন, "pressure cooker"। তার কিছুক্ষণ বাদে তিনিই সার্চ করলেন, "bagpack"।
কোনও ঝামেলা নেই, তাই না? একদম সাধারণ, নিরীহ একটা (বা দুটো) গুগল সার্চ। কিন্তু না। এই ভদ্রলোকের নিয়োগকর্তা ভেবে বসলেন যে তাঁর কর্মচারী নিশ্চয়ই সন্ত্রাসবাদীদের সাথে যুক্ত আছেন!
তিনি সেই সার্চগুলো দেখে তড়িঘড়ি করে পুলিশে খবর দিলেন।
কারও মনে যদি প্রশ্ন জাগে যে নিয়োগকর্তা কি করে জানলেন, তাহলে এটা শুনে রাখো, যে সেই ভদ্রলোক তাঁর অফিস থেকে দেওয়া কম্পিউটার ("work computer") ব্যবহার করে সার্চ করছিলেন। তাই, সেখানে করা সমস্ত কাজকর্মই মালিক (এখানে নিয়োগকর্তা) জানতে পারেন।
আমার কোনও প্রকার ধারণা নেই যে পুলিশ কি ভাবছিল, কিন্তু তাঁরা ৩১ জুলাই হানা দিল এই দম্পত্তির বাড়িতে (হ্যাঁ, ভদ্রলোক বিবাহিত)।
তবে,
প্রচণ্ড ভাগ্যের বিষয়, সেই দম্পত্তিকে বেশি ঝুট-ঝামেলা পোয়াতে হয়নি। পুলিশ
সেই ভদ্রলোককে বাড়ির বাইরে ডেকে এনে কয়েকটা প্রশ্ন করেছিল, এবং দ্রুতই
বুঝতে পেরে গেল যে একটা বড়সড় ভুল বোঝাবুঝি হয়ে গেছে পুলিশ দ্বারা।
তারা চলে গিয়েছিল।
এবার, প্রশ্ন হচ্ছে, "pressure cooker" আর "bagpack"-এর সাথে সন্ত্রাসবাদের কী সম্পর্ক আছে?
দেখ, সাধারণত নেই। কিন্তু, সেই সময়ে না, "pressure cooker bombing" বলে একটা জিনিস চলে এসেছিল।
পুলিশের সুত্রে, মুম্বাইে সন্ত্রাসবাদীরা যেই বড়সড় হামলাটা করেছিল, সেখানে এই "pressure cooker bombing"-টা বেশ কিছু মাত্রায় ব্যবহ্রিত হয়েছিল।
তো, যাই হোক। এইটা ছিল ব্যাপার।
তার মানে কি?
তুমি গুগলে "pressure cooker" আর "bagpack"-এর খোঁজ করতে পারো না? অবশ্যই পারো! নির্দ্বিধায় পারো। কোনও ভ্রুকুটি না উঁচিয়েই পারো।
আমি যেই ঘটনাটা বললাম, সেখানে একটা বিশাল বড় ভুল ঝোঝাবুঝি হয়ে গিয়েছেল।
তবে, গুগল নিজে থেকে কোনোদিনই পুলিশকে তোমার সার্চ করা জিনিসের ব্যাপারে জানাবে না। এইটুকু বিশ্বাস রাখো ওদের ওপর।
কিন্তু, যদি তুমি বেআইনি কিছু জিনিস অনেক বেশি মাত্রায় সার্চ করো, তাহলে তোমার ঝামেলা আছে। যেমন, "child pornography" বা "heroine, cocaine"-এর মতো ড্রাগ।
এগুলো ঠিক কতবার সার্চ করলে ঝামেলা হবে, সেটা কেউই বলতে পারবে না। কিন্তু, 'মাত্রাতিরিক্ত' শব্দটার মানে কি, সেটা তো জানোই। সেই মাত্রাটা না ছাড়ালেই হল।
তুমি সাধারণ পর্ণ নিয়ে যত খুশি সার্চ করো, গুগল কিছু বলবে না। কিন্তু, "child pornography"? নাহ, সেটা চলবে না।
তবে,
এই নিয়মটা আমার মতে একদমই ঠিকঠাক নয়। লোকজন যা খুশি, যতবার খুশি সার্চ
করতে পারে। সেটাকে নিয়ে তাঁকে তুমি কখনওই বাধা দিতে পারো না।
শেষ করছি,