Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

কিভাবে জানবেন, উইন্ডোজ কবে ইনস্টল করেছেন?

উইন্ডোজ

ডেস্কটপে বা ল্যাপটপে অপারেন্টিং সিস্টেম হিসাবে আমরা বেশিরভাগ মানুষ উইন্ডোজ ব্যাবহার করি।

মাঝে মাঝে আমরা মজা করেই বলে ফেলি শেষ কবে উইন্ডোজ ইন্সটল করেছি ভুলে গেছি।
তবে এই প্রযুক্তির যুগে খুব সহজেই আমরা অনেক কিছু বের করে ফেলতে পারি।

আজ আমি আপনাদের ছোট একটি কমান্ড লাইন শেয়ার করবো

যার মাধ্যমে আপনি অনেক সহজে জেনে নিতে পারবেন শেষ কবে আপনি উইন্ডোজ ইন্সটল করেছেন এবং আপনার কম্পিউটার সম্পর্কে আরো কিছু অজানা তথ্য

যেভাবে চেক করবেনঃ

  • প্রথমে আপনি উইন্ডোজ এর কমান্ড প্রম্পট ওপেন করুন
    Windows + R
    এরপর টাইপ করুন CMD

অথবা সরাসরি সার্চবার থেকে CMD লিখে কমান্ড প্রম্পট ওপেন করুন।

  • এরপর CMD তে টাইপ করুন systeminfo এরপর এন্টার প্রেস করুন।

    *কিসুক্ষন লোডিং হবার পর আপনার স্কিনে তথ্যগুলো দেখতে পাবেন

এছাড়াও আপনি মাদারবোর্ড , প্রসেসর , র‍্যাম , ল্যানকার্ডের ইনফমেশন গুলা সহজেই দেখে নিতে পারবেন।

ছোট ট্রিকটি ভাল লাগলে আপভোট করবেন।
শেয়ার করবেন, চেস্টা করবো আরো সুন্দর ট্রিকস কিংবা আর্টিকেল লিখার

Linux Hint BD

Post a Comment