Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

মেমোরি থেকে ফাইলগুলো মুছে দিলে কোথায় যায়?

মেমোরি, হার্ডডিস্ক , অথবা অনলাইনে যে কোন ক্লাইড ড্রাইভই হোক না কেন, আপনার কোন ফাইল ডিলেট করে দিলে সেটা পারমানেন্টলি ডিলেট হয়না। এইসব ফাইল একটা নিদিষ্ট জায়গাতে স্টোর হয়ে থাকে, অনেকটা ট্রাশের মতো।

পারমানেন্টলি তখনি ডিলেট হবে, যখন ডিলেট করা ফাইলগুলোর জায়গায় অন্য কোন ফাইল স্টোর করবেন। এই কারণেই যারা সাইবার সিকিউরিটি নিয়ে সচেতন তাঁরা কখনো নষ্ট হয়ে যাওয়া পুরোনো হার্ডডিস্ক কোথাও বিক্রি করে না ফেলেও দেয়না।


গুগোল তাঁদের ডাটা সেন্টারের নষ্ট হয়ে যাওয়া হার্ডডিস্কগুলো একটি মেশিনের মাধ্যমে পুরোপুরি ভাবে ড্যামেজ করে দেয় এবং টুকরো টুকরো করে ফেলে, যাতে করে সেই হার্ডডিস্ক অন্য কারো হাতে পরলে ক্ষতিসাধন না করতে পারে।

কখনো কি ভেবে দেখেছেন, ডিলেট হয়ে যায়া ফাইলগুলো কিভাবে বিভিন্ন রকম রিকোভারি সফটয়্যার দিয়ে ফিরিয়ে আনা হয়?

কারণ একটাই আপনার ফাইগুলো ডিলেট হয়নি, এখনো একটা নিদিষ্ট জায়গাতেই রয়ে গেছে, যার কারণে রিকোভার করা সম্ভব হচ্ছে। আবার দেখবেন আপনার ডিলেট করে দেয়া ফাইলের জায়গায় যদি অন্য কোন ফাইল স্টোর করেন তখন রিকোভারি সফটয়্যার কাজ করে না, তখন আর রিকোভার করা সম্ভব হয়ে ওঠে না।

Linux Hint BD

إرسال تعليق