অসম্ভব নয় তবে কিছুটা কষ্টসাধ্য হবে।
প্রথমেই যে ব্যক্তির সম্পর্কে তথ্য সংগ্রহ করতে চাচ্ছেন ঐ ব্যক্তির নাম দিয়ে গুগলে সার্চ দিন। তারপর গুগল আপনাকে ঐ নাম সংক্রান্ত অনেক তথ্য আপনার সামনে উপস্থাপন করবে। ঐ ব্যক্তির ফেসবুক প্রোফাইল, ইনসট্রাগ্রাম, টুইটার ছাড়াও যে সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে উনার একাউন্ট খোলা আছে সে সব একাউন্ট ই গুগল আপনাকে দেখাবে। তারপর একে একে সবগুলো পেইজে ঢুকে ঢুকে দেখুন আপনার কাঙ্খিত তথ্য পেয়েও যেতে পারেন।
আপনার নাম দিয়েই একবার সার্চ দিন!
আর দ্বিতীয়ত হচ্ছে ফটো সার্চ, যদিও এই পদ্ধতি তেমন কার্যকর না, তবে কপাল ভালো থাকলে ছবি দিয়ে সার্চ করেও অনেক কিছু সংগ্রহ করা যেতে পারে।