Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

গুগল এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে টিকে থাকার মত এমন কোন সার্চ ইঞ্জিন কি আছে বা ভবিষ্যতে তৈরি হতে পারে?

সার্চ ইঞ্জিন কি

 

সে রকম সার্চ ইঞ্জিন নাই যাকে গুগল এর সাথে তুলনা করা যাবে।
তবে কিছু বিষয়ে দেখার আছে। যেমনঃ duckduckgo ২০০৮ সালে তৈরী হয়। তারপরে এটা প্রচার পায়নি।কিন্তু এখন এর ইউজার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মানুষ যখন কোনকিছুতে অভ্যস্ত হয়ে যায় তখন সে আর পরিবর্তন চায় না। কিন্তু যখন গোপনীয়তার বিষয় আসে তখন আমরা খুবই সক্রিয় উঠি।
গুগল নিঃসন্দেহে বড় এবং খুব ভাল। কিন্তু গুগল ক্রমাগত আপনার তথ্য সংগ্রহ করা হয়। যা একটি উদ্বেগের ব্যাপার।

কয়েক মাস আগের এক ব্যক্তিগত ঘটনা বলছি।আমি কলকাতায় তিন সপ্তাহ ছিলাম।ওখান থেকে ফেরার পর আমি কোনো ভাবেই খেয়াল করতে পারছিলাম না কবে কোথায় গিয়েছিলাম।ফলে কিছু সমস্যা হয়। এর এক দিন পর আমার গুগল ম্যাপ্স থেকে কিছু নোটিফিকেশন আসে। তাতে আমি কলকাতায় কবে কোথায় ঘুরেছি সব কিছু তারিখ সহ ছিল। তারা ওইসব জায়গার আপডেট জানতে চাই। এর আগে আমি নিয়মিত এ গুগল ম্যাপস এ আপডেট দিতাম। তাই এমন নোটিফিকেশন ছিল।

তার মানে বিষয় টা এমন যে আপনি কখন কোথায় আছেন গুগল সব কিছুই জানে।কেউ বলে লোকেশন সার্ভিস অফ রাখার কথা। আপনি হয়তো জানেন না যে ওটা অফ থাকলেও গুগল জানে আপনি কোথায় আছেন।(IP address through)

duckduckgo সেক্ষেত্রে অনেকটাই সিকিউর কারণ এরা আপনার তথ্য অতবেশি data নেই না.
মানুষ গুগলের ছাড়তেও পারে ,যেমন এমুহুর্তে সব জায়গায় এর রমরমা।গুগল এ আপনি কিছু সার্চ করলে গুগল আপনার সার্চ বেসিসে আপনাকে অ্যাড দেখাতে থাকে যা অন্যান্য অনেকেই করে না।
যদি এমন কোনো সার্চ ইঞ্জিন আসে যে ব্যক্তির ব্যক্তিগত তথ্য নেই না,ব্যক্তির তথ্য কোনো 3rd party কে দেয় না, অ্যাড মুক্ত ইত্যাদি পরিষেবা সহ সেক্ষেত্রে বিপ্লব আসতেই পারে।

বিশ্বে ওয়েব সার্চ ইঞ্জিনের তালিকা : Web search engine - Wikipedia


ওয়েব সার্চ ইঞ্জিন গুলোর তুলনা :
Comparison of web search engines - Wikipedia

কোন ইঞ্জিন দ্বারা কত সার্চ হয় তার তথ্যঃ

নিচে কিছু লিংক দিলাম:

Google Search Statistics
23 Search Engine Facts and Stats You Oughta Know | SEO.com

Linux Hint BD

إرسال تعليق