Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link
Posts

আজ ফেসবুকে কী দেখে আপনার খারাপ লাগছে?

 

আজ ফেসবুকে কী দেখে আপনার খারাপ লাগছে?

ছবিটা দেখে মনটা খারাপ হয়ে গেলঃ

যমুনা গ্রুপের মালিকের কবর। যার একাউন্টে হয়ত এখনো পড়ে রয়েছে কয়েকশো কিংবা কয়েক হাজার কোটি টাকা। বিজনেস, যশ, সম্মান, প্রভাব, ক্ষমতা , অনুরাগী সব, সবই ছিল। ছিল ৩৩ একর জমির উপরে করা যমুনা ফিউচার পার্ক। কত শত প্রতিষ্ঠান। আশুলিয়ার ঐ দিকটায় যে দিকে চোখ যায় ঐ দিকেই যমুনার একরের পর একর জমি।

আজ কেবলই একটা কবর। একদলা মাটি আর সাইনবোর্ডটা ছাড়া কিচ্ছু নেই, কেউ সাথে নেই, কিচ্ছু নেই। কবরটা আর দশটা কবরের মতোই সাধারন,একাকী, অতি সাধারন।

মানুষ হয়ে কিসের তবে অহংকার, ক্ষমতার দম্ভ, লোভ, সুপ্রিম পাওয়ার, স্বার্থপরতা, রাগ, হিংসা, অভিযোগ, ভালোবাসা!

সাথে যায় না কিছুই।

আল্লাহ সবাইকে মাফ করুন।

Linux Hint BD

Post a Comment