স্মার্টফোন চার্জে দিয়ে ব্যবহারে যত ঝুঁকি
অনেকেই ভাবেন, যদি ওয়াই-ফাইয়ের মতো ফোনের চার্জও আনলিমিটেড হতো! কিন্তু এমন স্মার্ট যুগ এখনো আসেনি। তাই স্মার্টফোন চার্জে লাগিয়েই নানান ধরনের কাজ করেন অনেকে। কিন্তু সামান্য অসতর্কতার ফলে এতে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। ফোনের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হওয়াসহ ঘটতে পারে অগ্নিকাণ্ড।
জেনে নিন স্মার্টফোন চার্জে লাগিয়ে যেসব কাজ করলে বিপদ হতে পারে
১. সবসময় আপনার স্মার্টফোনটিকে এর নিজস্ব চার্জার দিয়ে চার্জ করুন। বিকল্প কোনো চার্জার ব্যবহার করতে হলে সেটির আউটপুট ভোল্টেজ (V) এবং কারেন্ট (ampere) রেটিং মূল চার্জারের সঙ্গে মিলিয়ে নিন। অন্যথায় ফোনের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে।
২. স্মার্টফোন সস্তা কোনো চার্জার দিয়ে চার্জ করবেন না। কারণ সেগুলো ভোল্টেজের ওঠানামা ও অতিরিক্ত চার্জিং মোকাবিলা করতে পারে না। ফলে ব্যাটারি চিরতরে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
৩. চার্জ করার সময় ফোনের কাভার খুলে রাখুন। নয়তো ফোনটি উত্তপ্ত হয়ে বিস্ফোরণও ঘটতে পারে! ঠাণ্ডা স্থানে রেখে চার্জ দিলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা কম থাকে।
৪. কখনোই সারা রাত ধরে ফোন চার্জ দিবেন না। এতে ব্যাটারি দ্রুত ক্ষয়ে যাবে। যতদিন ব্যাটারি ভালো থাকার কথা, ততদিন থাকবে না।
৫. থার্ড পার্টি ব্যাটারি অ্যাপস ব্যবহার করবেন না। এতে ব্যাটারির ক্ষতি হওয়াসহ মোবাইলের অন্যান্য অংশেরও ক্ষতি হবে। নষ্ট হয়ে যেতে পারে মোবাইলের ডিসপ্লেও।
৬. সবসময় ফুল চার্জ দেয়া উচিত নয়। চার্জ ৮০% হলেই চার্জার খুলে ফেলুন। ফুল চার্জ অনেক সময় ধারণ ক্ষমতাকে প্রভাবিত করে। তাই সবসময়ই এক নিয়মে চালানো উচিত নয়। মাঝে মাঝে ভিন্নভাবে চার্জার ব্যবহার করুন।
৭. ব্যাটারির চার্জ ২০ শতাংশে নেমে না আসা পর্যন্ত পুনরায় চার্জ দিবেন না। বেশি বেশি চার্জ দিলে ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায়। ২০ শতাংশে চলে এলে আর ব্যবহার করবেন না।
৮. ফোন সবসময় দ্রুত চার্জ করা ঠিক নয়। আপনার ফোনে যদি সাধারণ গতিতে চার্জ দেয়ার অপশন থাকে তাহলে সেভাবেই চার্জ দিন। আর নয়তো নরমাল গতিতে চার্জ হয় এমন কোনো চার্জার ব্যবহার করুন। ফোন বেশি গরম হয়ে গেলে বন্ধ করে রাখুন।
৯. ভোল্টেজের ওঠা-নামা, শর্টসার্কিট, অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ এবং অতিরিক্ত চার্জ থেকে রক্ষা করতে একটি পাওয়ার ব্যাঙ্ক কিনে লাগাতে পারেন। এতে ব্যাটারি সহজে নষ্ট হবে না।
১০. চার্জরত অবস্থায় বা পাওয়ার ব্যাঙ্কে লাগানো অবস্থায় ফোন ব্যবহার করবেন না। এতে ফোনের তাপমাত্রা বেড়ে গিয়ে ব্যাটারির স্থায়িত্ব কমে যেতে পারে।
#mobile_tips #smartphone