প্রশ্নটির মধ্যে তিনটি বিশেষণ আছে-সফল ব্যক্তিত্ব, অলসতা (বা আলসে), ও কুখ্যাত। উত্তরটা মেলানো বেশ কঠিনই বলা যায়।
এভারেজ রব নামের বিখ্যাত এক ব্যক্তিত্বের এখানে আলোচনা করা যায়। তিনি অলস, যে কারণে ঘুমিয়ে ঘুমিয়ে তিনি বিখ্যাত হয়েছেন! কোন কাজ না করেই যেহেতু সফল তাই তাকে কুখ্যাত বলা যায় কি?