Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link
المشاركات

প্রধানমন্ত্রীর সুরক্ষা বাহিনীর হাতে যেই সুটকেস থাকে, তাতে কী থাকে?

 

প্রধানমন্ত্রীর সুরক্ষা বাহিনীর হাতে যেই সুটকেস থাকে, তাতে কী থাকে?

কখনো ভেবেছেন, ওই ব্যাগে কী আছে? কেন সব সময় নিরাপত্তা কর্মকর্তার হাতে থাকে ওই ব্যাগ।

ওই ব্যাগের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের অবশ্যই কোনো সম্পর্ক আছে বলে অনেকেই ধারণা করতে পারেন।

কিন্তু সেখানে কী আছে, চলুন জেনে নেওয়া যাক।

স্বয়ংক্রিয় বন্দুক, ১৭-এম পিস্তল এবং এফএনএফ-২০০০ অ্যাসল্ট রাইফেলের মতো অত্যাধুনিক এবং উন্নত মানের সমরাস্ত্রে সজ্জিত থাকেন তারা। কিন্তু তাদের হাতে থাকা ব্যাগের রহস্য কী?

এই ধারণা প্রচিলত যে, ব্যাগে পরমাণু অস্ত্রের বোতাম বা কোড রয়েছে। আবার এটাও মনে করা হয় যে, ওই ব্যাগে মেশিনগান রয়েছে। কিন্তু এসব ধারণা ভুল।

সঠিক তথ্য হলোনিরাপত্তা কর্মকর্তাদের হাতে থাকা ওই ব্যাগ আসলে বুলেটপ্রুফ সুরক্ষাকবচ। প্রধানমন্ত্রীর ওপর হামলার মতো পরিস্থিতি তৈরি হলে ওই ব্যাগ তার চারপাশে একটা রক্ষাবলয় গড়ে তোলে। এর মধ্যে গোপন পকেট রয়েছে, যার মধ্যে পিস্তলও রাখা থাকে। এছাড়া এই ব্যাগে গুরুত্বপূর্ণ নথিও থাকে।

ওই ব্যাগে ‘কেভলার শিল্ড’ বলা হয়। কেভলার হলো ‘অ্যান্টি-ব্যালিস্টিক’ সুরক্ষাকবচ। এর মধ্যে একটি বোতাম থাকে, যা চাপ দিতেই একটা দেওয়ালের মতো সুরক্ষাবলয় তৈরি হয়। এভাবেই কোনো হামলা থেকে তাদের রক্ষার ব্যবস্থা করা হয়।

Linux Hint BD

إرسال تعليق