Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link
Posts

আপনি জানেন এমন সবচেয়ে বড় চমকে দেয়া তথ্য কোনটি?

 

আপনি জানেন এমন সবচেয়ে বড় চমকে দেয়া তথ্য কোনটি?

অক্টোপাস নামটা শুনলেই ভয় আর গা ঘিনঘিনে একটা অনুভূতি জেগে ওঠে। অক্টোপাসের চাহুনিও ভয় ধরানোর মতো ভয়ংকর। কিন্তু আমরা হয়তো অনেকেই জানিনা প্রাণী জগতে সন্তানদের জন্য এই অক্টোপাসই সবচেয়ে বেশী ত্যাগ স্বীকার করে।

অক্টোপাস কয়েক হাজার ডিম দেয়ার পরে ডিমগুলোকে পাহারা দেয় সারাক্ষণ। সে জায়গা ছেড়ে নড়েনা, এমনকি খায়ও না। ততদিন পর্যন্ত পাহারা দেয় যতদিন ডিমগুলো ফুটে বাচ্চা না বের হয়।

অক্টোপাস এক নাগারে না খেয়ে সর্বোচ্চ ছয় মাস বাঁচতে পারে, আশ্চর্যের কথা হচ্ছে অক্টোপাসের ডিম ফুটতেও ছয় মাস সময় লাগে। ডিম ফুটে বাচ্চা বের হবার পরে অক্টোপাসের শরীরে খাবার জোগাড় করার জন্য যে সামান্য নড়াচড়া করতে হবে সেই শক্তিটুকুও থাকেনা। মা অক্টোপাস মারা যায়।

অক্টোপাসের বাচ্চারা দুর্ভাগা, যেই মা তাদের জন্ম দিলো তাকে হয়তো সামান্য সময়ের জন্য দেখে কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তাদের মা মারা যায়। প্রাণী জগতে এমন অনেক ঘটনাই আছে যা আমাদের বিস্মিত করবে।

ছবিতে অক্টোপাসের ডিম দেখুন।

#সংগৃহীত

Linux Hint BD

Post a Comment