ভ্লাদিমির পুতিন আমার দেখা সবচেয়ে চৌকস মানুষ। যুদ্ধের একটি প্রধান কৌশল হচ্ছে প্রতিপক্ষকে নিজেদের কৌশল বুঝতে না দেওয়া। গত ১ মাসের যুদ্ধে তাও রাশিয়ার কিছু কৌশল বুঝেছেন বিশ্লেষক
Theory 1:- ইউক্রেনকে Black sea থেকে আলাদা করে দেওয়া। ভালো করে যদি লক্ষ্য করেন তা হলে দেখা যায় যে Donetsk, Luhansk ধরে Mariupol, Kherson তারপর Odesa দখলে নেয় রাশিয়া যা Black sea থেকে পৃথক করে ইউক্রেন কে। বিমান বাহিনী, স্থল ও জল এই তিনটির মধ্যে যদি জল (নৌবাহিনী) শেষ করে দেওয়া হয় প্রতিপক্ষের তাহলে রাশিয়ারও Naval force কে High alert এ রাখা লাগবে না।
Theory 2 : ইউক্রেনকে আত্নসমর্পণের জন্য বাধ্য করা। চারপাশ দিয়ে রাজধানি ধীরে ফেলার পর যদি Food and water supply বন্ধ করে দেওয়া হয় তাহলে ইউক্রেন একসময় আত্মসমর্পণে বাধ্য হবে। এতে রাশিয়ার লাঠিও ভাঙবে না আর সাপও মারতে পারবে।
Theory 3 : ইউক্রেন কে কয়েকটি খন্ডে ভাগ করে দেওয়া এতে Nato এবং রাশিয়ার মধ্যে কয়েকটি Buffer zone তৈরি হয়ে যায়।
এই কৌশলগুলো ছিলো যুদ্ধের উপর Base করে। এখন অর্থনৈতিক দিক দিয়ে রাশিয়ার কৌশলগুলো বলি।
১. 60% ছাড়ে রাশিয়া ভারতকে তেলের প্রস্তাব দিয়েছে। তার সাথে আগে যে অস্ত্রের টাকা বকেয়া ছিলো তা দ্রুত পরিশোধ করতে বলেছে। যা হবে Rupee - Rubel নিয়মে। Dollar এর প্রভাব এতে Counter হবে।
২. ইউরোপকে গ্যাস এবং তেলের টাকা দিতে হবে Rubel এ।
এতে বুঝা যাচ্ছে আমেরিকার Sanction রাশিয়ার কিছুই ছিঁড়তে পারেনি। উল্টো বর্তমানের যুদ্ধ বিরতিতে রাশিয়া শক্তি বাড়াচ্ছে আরও বড় আঘাতের জন্য।