চিত্রটি লক্ষ্য করুন।
বিখ্যাত ইতালির চিত্রশিল্পী মার্কো মেলগ্রাতির আঁকা ছবি।
চিত্রটি থেকে খেয়াল করলে দেখা যায়, একটি বিড়াল গর্তে একটি লেজ এর নড়াচড়া দেখে ইঁদুর এর লেজ ভেবে,হাত এর থাবা দিয়ে ধরে। বিড়াল সচারাচর যেটা করে আরকি,ইঁদুর নিয়ে খেলা শেষে মেরে ফেলা।
কিন্তু বাস্তবে লেজটি ছিলো একটি বিষাক্ত সাপ এর।
শিক্ষা :জীবনে সামনে এগিয়ে যেতে হলে ঝুঁকি নেওয়া যেমন জরুরি ঠিক তেমনিভাবেই যে বিষয় এর উপর ঝুঁকিটা নেওয়া হচ্ছে তার সম্পূর্ণ ধারণা থাকা দরকার। কতোটুকু লাভ বা কতোটুকু ক্ষতি হতে পারে। নতুবা জীবন ধ্বংসের মতো সিদ্ধান্তও ভুলে নেওয়া হতে পারে।
খুব দ্রুত কোনো সিদ্ধান্ত না নিয়ে বরং ঠান্ডা মাথায় ভেবে চারপাশ খেয়াল রেখে কোনো কাজে সামনে আগানো উচিত।
ছবি:সংগৃহীত।